ফলো করুন:
ব্যালট নং
৬০
নির্বাহী সদস্য পদপ্রার্থী
পদপ্রার্থী
সোহানুর রহমান

শৈশব থেকেই সোহান বিশ্বাস করতেন, দায়িত্ব নেওয়া মানেই শুধু নিজের কথা ভাবা নয়, চারপাশের মানুষদের জন্যও কিছু করা। সেই বিশ্বাস থেকেই তার সংগঠনপ্রীতি আর নেতৃত্বের পথচলা শুরু।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি যুক্ত হলেন বিএনসিসিতে, যেখানে শিখলেন শৃঙ্খলা ও দলগত নেতৃত্ব। বন্ধুসভার দিনগুলো তাকে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে যায়, আর “এক টাকায় শিক্ষা” উদ্যোগে কাজ করে তিনি উপলব্ধি করেছেন পরিবর্তনের মূল শক্তি হলো  'শিক্ষা'। পরিবেশের দায়বদ্ধতা থেকে গড়ে তুললেন “গ্রিন্ড ডিফেন্ডার প্রজেক্ট” আর সাংস্কৃতিক চর্চার জায়গা তৈরি করেছেন “ক্যাম্প মাটি”-তে যুক্ত হয়ে।

শুধু সামাজিক সংগঠনেই নয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সোহান তার উদ্যোগকে এগিয়ে নিয়েছেন। UNICEF-এর যুব কার্যক্রম, Imagine Venture এবং Orange Corners Bangladesh-এর উদ্যোক্তা ও উদ্ভাবনী প্রোগ্রামে বিজয়ী হয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ তাকে দিয়েছে নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা। University Innovation Hub Program-এ যুক্ত হয়ে তিনি শিখেছেন উদ্ভাবনী চিন্তাভাবনাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার কৌশল। Excellence Bangladesh-এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করে তিনি তরুণদের নেতৃত্ব, নেটওয়ার্কিং ও দক্ষতা উন্নয়নের প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা রাখছেন।

সাম্প্রতিক সময়ে Transparency International Bangladesh (TIB)-এ ইন্টার্নশিপ করে তিনি সুশাসন, জবাবদিহি ও দুর্নীতি প্রতিরোধের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।প্রথম বর্ষ থেকেই শ্রেণি প্রতিনিধি(CR) হিসেবেও নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে সবসময় কণ্ঠ জারি রেখেছেন।অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির চিত্র তুলে ধরছেন নির্ভয়ে।

এভাবেই নানা সংগঠন, প্রোগ্রাম ও অর্জনের ভেতর দিয়ে তিনি তৈরি করেছেন নিজের পথচলার গল্প। আজ তিনি বিশ্বাস করেন ন্যায়, সমতা আর ঐক্যের ভিত্তিতেই গড়ে উঠবে এক নিরাপদ ও শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস, যেখানে প্রতিটি শিক্ষার্থী মর্যাদা নিয়ে এগিয়ে যাবে নিজের স্বপ্ন পূরণের পথে।
স্বপ্নের সেই ক্যাম্পাস গড়ার যাত্রায় সোহান আছেন, আর এই যাত্রা থামার নয়।