ফলো করুন:
ব্যালট নং
নির্বাহী সদস্য পদপ্রার্থী
পদপ্রার্থী
আকাশ দাশ

নাম: আকাশ দাস 

বিভাগ: সমাজতত্ত্ব 

শিক্ষাবর্ষ: ২০২১-২২ 

আবাসিক শিক্ষার্থী এ এফ রহমান হল। 

নির্বাহী সদস্য পদপ্রার্থী। 

 

২০২২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ভর্তি হওয়ার পর থেকে আমি আমার সাধ্যমত শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি। 

আমি প্রতিবন্ধী ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিস্কো) এর তথ্য, প্রযুক্তি ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আমি শিক্ষার্থীদের নৈতিক দাবির সাথে একত্বতা প্রকাশ করি এবং আমার সাধ্যমত শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছি। 

এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। 

বিশেষ করে চ বি সংস্কারের ৭ দফা আন্দোলন সহ অন্যান্য যৌক্তিক আন্দোলনে আমার জায়গা থেকে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি। 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও অধিকার আদায়ের সব সময় সচেষ্ট থেকেছি। 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য চক্রাকার বাস, শাটল ট্রেনের সিট সংখ্যা ও সিডিউল বৃদ্ধি করা, শিক্ষার্থীদের খাবার মান উন্নয়ন, হল গুলোতে মেস ডাইনিং সিস্টেম বন্ধ না করে মেস সিস্টেম চালু করা, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে যৌক্তিক আন্দোলনগুলোতে সক্রিয়ভাবে পাশে থাকার চেষ্টা করেছি। 

কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষ থেকে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য আন্দোলন করেছি। 

 

শিক্ষার্থীদের প্রতিটি ন্যায্য দাবির সঙ্গে সবসময় একমত পোষণ করেছি। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পাশাপাশি বেশ কিছু পরিবেশবাদী এবং সামাজিক সংগঠনের সঙ্গে আমি যুক্ত রয়েছি। 

বিভিন্ন সময় অসুস্থ থাকা শিক্ষার্থীদের সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি। 

হাসপাতালে নিয়ে যাওয়া, সরকারি হাসপাতাল থেকে কিভাবে সাশ্রয় মূল্যে হাসপাতাল সমাজসেবার মাধ্যমে স্বাস্থ্রয়ী মূল্যে অসহায় মানুষ ঔষধ কিনতে পারে সেজন্য বিভিন্ন শিক্ষার্থীদেরকে পরামর্শ দিয়েছি। সম্ভব হলে তাকে সহ হাসপাতালে গিয়েছি। 

শিক্ষার্থীদের গ্রুপটির দাবি পূরণ করার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি। 

আমি এই মর্মে নিজের কাছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এই মর্ম যে, নিজের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে আসে এমন যে কোন কাজে আমি সব সময় সচেষ্ট থাকব। 

আমার সাধ্যমত আমি শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার চেষ্টা করব।

আমি সকলের নিকট দোয়া কামনা করি।