নেতৃত্ব, ব্যক্তিত্ব ও মেধায় চৌকস এক তরুণ চরিত্র সাঈদ বিন হাবিব। ছোটবেলা থেকেই রাজনীতিসচেতন এবং আদর্শিক দৃষ্টিভঙ্গি লালনকারী এই ছাত্রনেতা বেড়ে উঠেছেন একটি রাজনৈতিক চেতনায় উজ্জীবিত পরিবারে। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় সদস্য শপথ গ্রহণের মাধ্যমে নিজের আদর্শিক যাত্রাকে আনুষ্ঠানিক রূপ দেন।
বাল্যকাল থেকেই তিনি ছিলেন ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার। সময়ের সাহসী কণ্ঠস্বর হয়ে উঠা এই ছাত্রনেতা দক্ষ সংগঠক হিসেবে সংগঠনের থানা ও আঞ্চলিক পর্যায়ে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। বিশ্ববিদ্যালয় অঙ্গনে সাংগঠনিক, প্রশিক্ষণমূলক, সাংস্কৃতিক এবং ছাত্রকল্যাণমূলক কার্যক্রমে সরব উপস্থিতির পাশাপাশি শাখার সাহিত্য সম্পাদক হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রামে অনুষ্ঠিত জুলাই বিপ্লবে তিনি ছিলেন অন্যতম নেতৃত্বদানকারী। শুধু রাজপথেই নয়, আন্দোলনে গ্রেফতার হওয়া সহযোদ্ধাদের মুক্তির জন্য আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি একজন সুদক্ষ বিতার্কিকও বটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠন CUDS-এ যুক্ত ছিলেন, যুক্ত ছিলেন হিস্ট্রি ক্লাব-এ। তার সাংগঠনিক দক্ষতা, সহজাত নেতৃত্বগুণ, চারিত্রিক দৃঢ়তা ও অমায়িকতা তাকে একটি সংগ্রামী নেতৃত্বে রূপ দিয়েছে।
সাঈদ বিন হাবিব আজকের সময়ের এক প্রজ্ঞাবান, বলিষ্ঠ এবং দূরদর্শী তরুণ প্রতিনিধি। তার সুদীর্ঘ অভিজ্ঞতা, অর্জন এবং আপসহীন সংগ্রামী মানসিকতা তাকে নিঃসন্দেহে একজন যোগ্য প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।