'মেহেদী হাসান সোহান ' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অন্যতম সুন্দর হল শহীদ আবদুর রব হলের সভাপতি।যিনি ২৪ জুলাইয়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন।
ইনসাফ, আদর্শ ও ন্যায়ভিত্তিক বিশ্ববিদ্যালয় বিনির্মানে তুলতে প্রয়োজন সোহান এর মতো নেতৃত্ব।
সোহান এর কিছু গুণাবলি-
*. ডিপার্টমেন্টে প্লেসধারী।
*খেলাধুলায় দক্ষ।
*লেখালেখি ও আউটবই জ্ঞানে সমৃদ্ধ।
*প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত।
*অভিজ্ঞ বিতার্কিক ও চমৎকার বক্তা।
*আন্ত:স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন উপজেলা পর্যায়ে
*আন্তঃস্কুল হ্যান্ডবল উপজেলা চ্যাম্পিয়ন
* কাব স্কাউট ও স্কাউট পেট্রোল লিডার
* স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনে সূর্য কিশোর হিসেবে কাজ করেছি
* বিশ্বসাহিত্য সাহিত্য কেন্দ্র কর্তৃক বাৎসরিক পরীক্ষায় ৮ম,৯ম,১০ম শ্রেণিতে ১ম গ্রেডে পুরস্কৃত হই।
* স্কুল পর্যায়ে রেড ক্রিসেন্টে সদস্য হিসেবে কাজ করেছি।
*৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন।
*নেতৃত্বের জায়গায় ছাত্রশিবির শহীদ আবদুর রব হল সভাপতি হিসেবে এক বছরের বেশি সময় ধরে কাজ করেছে।
★হলে দায়িত্বরত বেশ কিছু চমৎকার কাজ করেছে আমাদের সোহান। শহীদ আবদুর রব হলে মৌলিক কিছু কাজে তার গুরুত্বপূর্ণ ভূমিকা-
✅উচ্চ শিক্ষা ও সরকারি চাকুরী প্রস্তুতির জন্য হলে প্রয়োজনীয় বই সামগ্রী উপহার প্রদান
✅ রব হল ডিবেট ক্লাব প্রতিষ্ঠা।
✅ রব হল স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা।
✅ রব হল দাওয়াহ সার্কেল প্রতিষ্ঠা।
✅ ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠা।
✅ মসজিদে সহীহ কুরআন শিক্ষা কোর্স চালু।
✅ বিভাগভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন।
✅ রমজানে খতমে তারাবি ও ইফতার মাহফিল সফল বাস্তবায়ন।
✅ গণ-ইফতারসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা।
✅ শিক্ষার্থীদের মাঝে আল-কুরআন উপহার বিতরণ।
✅ প্লেসধারী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন।
✅ হল সংস্কারের দাবিতে ১৬ দফা স্মারকলিপি প্রদান।✅স্পোর্টস ক্লাবের উদ্যোগে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়ন করেছে।
✅হলের সকল কাজ ও দাবীদাওয়ায় সামনের কাতারে ছিলেন।
ছোট্ট পরিসরে কাজ করা সোহান জয়যুক্ত হলে আশাকরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আদর্শ ক্যাম্পাস বিনির্মানে দৃষ্টান্ত ভূমিকা রাখবে।