দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, অসাধারণ সাংগঠনিক দক্ষতা, আপসহীন ও দূরদর্শী নেতৃত্বের এক অনবদ্য সম্মিলনের নাম আফনান হাসান ইমরান। ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নের সময় ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে রাজনীতিতে তার হাতেখড়ি।
শৈশব-কৈশোরের ট্রানজিট মুহূর্ত থেকে তারুণ্যের এই মধ্যবেলা পর্যন্ত ফ্যাসিবাদ আমলে সংগঠিত সকল রাজনৈতিক অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সক্রিয়ভাবে শামিল ছিলেন। এজন্য তাকে কারা-অন্তরীণ হতে হয়েছে বারংবার, হুলিয়া মাথায় নিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে দীর্ঘকাল।
আফনান হাসান ইমরান অধ্যয়ন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে মাস্টার্সে । তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আইন ও ফাউন্ডেশন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবান্ধব ক্যাম্পাস আকারেই তিনি দেখতে চান যেখানে থাকবে না "নাপা সেন্টার" এর অব্যবস্থাপনার দৌরাত্ম। স্বপ্ন দেখেন এমন একটি ক্যাম্পাসের যেখানে শিক্ষার্থীদের জন্য নিশ্চিত হবে সুচিকিৎসা, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য বীমাসহ সকল মৌলিক প্রয়োজন।
আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল "সম্প্রীতির শিক্ষার্থী জোট" থেকে তিনি প্রার্থীতা করছেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে। তার ব্যালট নাম্বার ০১।