শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২০২০-২১ শিক্ষাবর্ষ)
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী
তাহসিনা রহমান একজন উদ্যমী শিক্ষার্থী, যিনি নেতৃত্ব, বিতর্ক ও সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে নিবেদিত রেখেছেন। তাঁর বিশ্বাস— “আত্মবিশ্বাস ও সচেতনতা—এই দুটিই একজন নারীকে করে শক্তিশালী।”
বিতর্ক অঙ্গনে তাহসিনা একটি পরিচিত নাম। চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (CUSD)- এর সক্রিয় সদস্য (২০২২–২০২৫) ও মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ৩০টিরও বেশি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছেন। পাশাপাশি আঞ্চলিক ও অন্ত:বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় বাগ্মীতার স্বাক্ষর রাখেন৷ বর্তমানে জাতীয় পর্যায়ে বিতর্কের বিচারককার্যে অংশগ্রহণ করে থাকেন। এছাড়া IER Debating Club-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন ও জাতীয় পর্যায়ে ক্লাবের প্রতিনিধিত্ব করছেন।
‘রাষ্ট্র চিন্তা’ সংগঠনের প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে থেকে বিভিন্ন সেমিনার ও পাবলিক প্রোগ্রাম আয়োজন করেছেন এবং “Meet the Icon” অনলাইন সেমিনারের উপস্থাপক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন।
বিতর্কের বাইরেও তাহসিনা সমাজসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। 'রাষ্ট্র চিন্তা' সংগঠনের প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে থেকে বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন করেছেন এবং “Meet the Icon” অনলাইন অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি Justice for July Chattogram–এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও মিডিয়া টিমের সদস্য ছিলেন। Safe Women of Bangladesh–এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে সাইবার বুলিং প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে কাজ করেছেন।
এছাড়া Lions Club of Chittagong Dynamic City–এর সঙ্গে যুক্ত থেকে রক্তদান, চক্ষু পরীক্ষা ও দারিদ্র্য বিমোচনসহ নানা মানবিক কার্যক্রমে অংশ নিয়েছেন। একাডেমিকভাবে তিনি গবেষণায়ও আগ্রহী এবং Jahangirnagar University Research Society (JURS) ও UNDP–এর সঙ্গে দুটি রিসার্চ প্রজেক্টে যুক্ত ছিলেন।
তাহসিনা বিশ্বাস করেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানার্জনের নয়—মানবিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের চর্চারও এক পরিপূর্ণ ক্ষেত্র।