শৈশব থেকেই মাহবুবুর রহমান বিশ্বাস করতেন, শিক্ষার্থীজীবন মানেই শুধু নিজের স্বপ্ন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সবার পাশে থাকা। তিনি ছিলেন মেধাবী, পরিশ্রমী এবং অমায়িক ব্যবহারের জন্য সবার কাছে প্রিয়। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্যই তার পথচলার শুরু।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের ২০-২১ সেশনের শিক্ষার্থী মাহবুব। গত ১৫ জুলাই ২০২৪-এ অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখতে গিয়ে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। তার রক্তমাখা ছবি দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে, আর সেই মুহূর্ত থেকেই আন্দোলনের গতি বারুদের বেগে ছড়িয়ে যায়। সংকটময় সময়ে তিনি কখনো পিছু হটেননি—বন্যার সময় মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন সাহায্য, আবার স্বৈরাচারের দোসর সাবেক ভিসির পদত্যাগের দাবিতেও ছিলেন অগ্রণী কণ্ঠস্বর।
শুধু আন্দোলন নয়, শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তির কথাও তিনি ভেবেছেন। ব্যাংকিং পরিষেবায় দীর্ঘ লাইন, একাডেমিক ইমেইল সার্ভিসের সীমাবদ্ধতা কিংবা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এরিয়ায় নিরবচ্ছিন্ন ওয়াইফাই সেবার অভাব—এসব সমস্যার সমাধানের দাবিতে তিনি আগেও সোচ্চার ছিলেন।
আজ সেই অভিজ্ঞতা নিয়েই মাহবুব দাঁড়িয়েছেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়ে। কারণ তিনি বিশ্বাস করেন, প্রযুক্তি ও সেবার উন্নয়নই শিক্ষার্থীদের সময়, শ্রম ও ভোগান্তি কমিয়ে এনে দেবে একটি আধুনিক, শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস।