নেতৃত্বগুণে উজ্জ্বল এবং দায়িত্বশীলতার প্রতীক জান্নাতুল ফেরদাউস রিতা। তিনি বিশ্বাস করেন, নারী শিক্ষার্থীদের অধিকার রক্ষা শুধু তাদের দাবি নয়, বরং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের অপরিহার্য শর্ত। লেখালেখির মাধ্যমে তিনি নিয়মিতভাবেই সামাজিক ও শিক্ষার্থীবিষয়ক বৈষম্যের কথা তুলে ধরেছেন। বর্তমানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কার্যকরী পর্ষদ সদস্য হিসেবে কলমকে ব্যবহার করছেন সচেতনতা তৈরির হাতিয়ার হিসেবে। পাশাপাশি ‘কণিকা-একটি রক্তদাতা সংগঠন’-এর অর্থ সম্পাদক হিসেবে মানবিক কর্মকাণ্ডে জড়িয়ে আছেন তিনি। লক্ষ্মীপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য এবং চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সদস্য হিসেবে সাংগঠনিক দক্ষতা ও যুক্তির চর্চায় রেখেছেন অবদান। একইসাথে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে একাডেমিক জীবনও এগিয়ে নিচ্ছেন নিষ্ঠার সঙ্গে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে মাঠে থেকেছেন তিনি, আবার কলমের মাধ্যমেও রেখেছেন সোচ্চার উপস্থিতি। নারী শিক্ষার্থীদের অভিজ্ঞতা, বৈষম্য ও সম্ভাবনা নিয়ে তার লেখা সমসাময়িক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নায্য সুযোগ, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে নারী শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণমূলক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে চাকসু ২০২৫ নির্বাচনে সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিতা। তার বিশ্বাস, নারী শিক্ষার্থীদের নায্য সুযোগ সুবিধা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু শিক্ষাব্যবস্থার পূর্বশর্ত। স্বপ্নের ক্যাম্পাস গড়তে আমরা ঐক্যবদ্ধ।