নেতৃত্ব, ব্যক্তিত্ব ও মেধায় চৌকস এক চরিত্র নাহিমা আক্তার দ্বীপা। ফুলের মেলা, জাতীয় শিশু সংগঠন থেকেই সাংগঠনিক যাত্রা শুরু। ক্রমেই বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার থানা ও আঞ্চলিক পর্যায়ে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের প্রত্যন্ত জেলাশহরের প্রতিটা আনাচে কানাচে আদর্শিক দাওয়াত এবং কল্যাণমুখী কাজে তার বিচরণ ছিলো উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয় অঙ্গনে অফিস, প্রকাশনা,অর্থ এবং সর্বশেষ শাখার সেক্রেটারী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। আবাসিক এবং অনাবাসিক ছাত্রীদের নিয়ে গণমুখী, কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। তিনি একজন সুদক্ষ বিতার্কিকও বটে, Chittagong University Debating Society তে বিতার্কিক হিসেবে ছিলেন। জুলাই বিপ্লবে তিনি ছিলেন সক্রিয় প্রতিবাদী ভূমিকায়। তার চারিত্রিক দৃঢ়তা, অমায়িকতা, সুদীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও অর্জন তাকে একজন যোগ্য প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস রাখি।
#সবপ্নেরক্যাম্পাসগড়তে
আমরাঐক্যবদ্ধ