ফলো করুন:
ব্যালট নং
১৫
সহসভাপতি (ভিপি)
পদপ্রার্থী
মো: ইব্রাহীম হোসেন

মো: ইব্রাহীম হোসেন (ইব্রাহীম রনি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এমফিল গবেষণারত শিক্ষার্থী। তিনি সততা, দক্ষতা ও অনন্য নেতৃত্বগুণে ছুটে চলা প্রাণ। সাংগঠনিক দক্ষতা, অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন নেতৃত্ব, আর  উন্নত নৈতিক চরিত্র সকলের মাঝে তাকে অনন্য করে তুলেছে।

বিশ্ববিদ্যালয়, কাজের ক্ষেত্র কিংবা যেকোনো দায়িত্বে ইব্রাহিম রনির দূরদর্শিতা, কাজের প্রতি দরদ, টিম ওয়ার্ক কাজের আউটপুটকে করে বহুগুণ সমৃদ্ধ। অন্যদিকে পড়াশোনার পাশাপাশি একজন আদর্শ শিক্ষক (এডমিশন কোচিং-এ) হিশেবে শিক্ষার্থীদের মাঝে তিনি সমাদৃত। বিতর্ক, লেখালেখি আর পাঠাভ্যাস তাকে করেছে অসাধারণ বাগ্মী।

তাঁর বিশ্বাস— “জ্ঞান ও নেতৃত্বকে একত্র করলে শিক্ষার্থীরাই হতে পারে পরিবর্তনের অগ্রদূত।” কৈশোরেই তিনি যুক্ত হন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে। ২০১৭-১৮ সেশনে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয় তাঁর৷ সততা, দক্ষতা,  আমানতদারিতা ও নেতৃত্বের অসাধরণ স্বাক্ষর রেখেছেন বিশ্ববিদ্যালয়েও। দায়িত্ব পালন করেছেন ছাত্রশিবির কলা অনুষদের সভাপতি, বিশ্ববিদ্যালয় শাখার বিতর্ক সম্পাদক, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, অর্থ সম্পাদক ও দফতর সম্পাদক হিশেবে। বর্তমানে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য। জুলাই বিপ্লবে তিনি ছিলেন সম্মুখ সারির সাহসী যোদ্ধা।

বর্তমানে ইতিহাস বিভাগে তাঁর এমফিল গবেষণা চলছে—

'মুসলিম বিশ্ব ও বাংলাদেশ: অর্থনৈতিক সম্পর্ক ১৯৯১-১৯৯৬' শিরোনামে।